অবতক খবর,২ সেপ্টেম্বর,মহিষাদলঃ স্কুলের আবাসিক ছাত্রের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মহিষাদলে! মৃত ছাত্রের নাম রাহুল গিরি (১৬)। বাড়ি নন্দকুমার থানার সাওড়াবেড়িয়া জালপাই এলাকায়। কেন্দ্রীয় সরকারের স্কুল জহর নবোদয়।
মহিষাদলের কাপাসএ্যাড়ায় জহর নবোদয় স্কুলের একাদশ শ্রেণীর ছাত্র ছিলো রাহুল। শুক্রবার সকালে অসুস্থ বোধ করলে তাকে মহিষাদল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। স্কুলের সিনিয়র শিক্ষক সৌমেন মুখার্জি জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে অন্যান্য ছাত্রছাত্রীদের মতো রাহুলের অ্যাটেনডেন্স নেওয়া হয়েছিলো।
শুক্রবার সকালে স্কুলের মাঠে শরীর চর্চার জন্য অন্যান্যদের সাথে রাহুলও ছিলে। পরে অসুস্থ বোধ করছে দেখে প্রাথমিক চিকিৎসা করা হয়। পরে হাসপাতালে নিয়ে আসা হলে মৃত বলে জানায় চিকিৎসক। মৃত্যুর কারন জানা যাচ্ছে না। স্কুলের গাফিলতির অভিযোগ তুলছেন পরিবারের লোকজন।মৃতের বাবা অমলকুমার গিরি জানান, সকাল ৬ টা নাগাদ স্কুল থেকে ফোন আসে ছেলের শরীর খারাপ মহিষাদল গ্রামীণ হাসপাতালে আসুন। এসে দেখি মৃত অবস্থা রয়েছে। স্কুলেই মৃত্যু হয়েছে। বিষয়টি আড়াল করার জন্যই তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে আসে।
স্কুলের চরম অব্যবস্থার অভিযোগও করছেন মৃতের বাবা কমলবাবু। খবর সংগ্রহ করা পর্যন্ত কোনো লিখিত অভিযোগ হয়নি। নিয়ম অনুসারে ঘটনার তদন্ত হবে। ময়না তদন্তের পর মৃত্যু প্রকৃতি কারন জানা যাবে।