অবতক খবর,২৩ ডিসেম্বর: পারিবারিক কারণে আদালতের কোপে বিজেপি সাংসদ অর্জুন সিং।আগামী ১৪ ফেব্রুয়ারি অর্জুন সিংকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালতের দ্বিতীয় বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট। আগামী শুনানিতে হাজিরা না দিলে সে ক্ষেত্রে অর্জুন সিংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে বলে উল্লেখ করেছেন বিচারক।
সূত্রে জানা গিয়েছে, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে কমিশনের কাছে হলফনামা দিয়ে ভুল তথ্য দিয়েছিলেন অর্জুন সিং। স্ত্রী এবং সম্পত্তি নিয়ে তিনি ভুল তথ্য তিনি দিয়েছিলেন বলে অভিযোগ। হলফনামায় বিজেপি সংসদ জানিয়েছিলেন, তাঁর একজন স্ত্রী রয়েছে। কিন্তু, প্রকৃতপক্ষে অর্জুন সিংয়ের দু’জন স্ত্রী রয়েছে বলে অভিযোগ। শুধু তাই নয়, তাঁর দ্বিতীয় স্ত্রীর পুত্র সন্তানও রয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সম্পর্কে অর্জুন সিংয়ের বক্তব্য জানতে তাকে এর আগেও বেশ কয়েকবার তলব করেছিলেন বিচারক।
কিন্তু, কোনওবারই হাজিরা দেননি বিজেপি সংসদ। বুধবার এই মামলার শুনানি ছিল। শুনানি শেষে আগামী ১৪ ফেব্রুয়ারি অর্জুনকে ফের হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। প্রসঙ্গত, বিধায়ক সোমনাথ শ্যাম চলতি বছরের ১১ ফেব্রুয়ারি বারাসত আদালতে এনিয়ে অভিযোগ দায়ের করেন। তারপর থেকেই মামলাটির শুনানি চলছে বারাসত আদালতে।