অবতক খবর,২৫ অক্টোবর: ইসলামপুর ব্লকের অধীনস্থ সমস্ত কাজের ওপেন এবং অনলাইন টেন্ডার এর দাবি জানিয়ে মহকুমা শাসকের দ্বারস্থ হলেন ইসলামপুরের ঠিকাদার সংস্থাদের ফ্রেন্ডস ওয়েলফেয়ার কন্ট্রাক্টর এসোসিয়েশন । এদিন সংস্থার পক্ষে নাওয়াজিস আলম মোঃ জুলফিকার এবং ইলিয়াছ চৌধূরী বলেন, 15 ফাইন্যান্সের প্রায় দেড় কোটি টাকা অব্যবহৃত অবস্থায় পড়ে আছে সেই টাকার বিভিন্ন স্কিম বানিয়ে ব্লক প্রশাসনের পক্ষ থেকে অফলাইন ও অনলাইনে ওপেন টেন্ডার দাবি জানিয়েছেন।

তাদের দাবি মতো ছোট ছোট ঠিকাদারেরা দীর্ঘ প্রায় বছর লকডাউনে মধ্যে আর্থিক ভাবে যথেষ্ট বিপর্যস্ত হয়ে পড়েছেন। আর্থিক অস্বচ্ছলতার কারণে তারা বড় বড় টেন্ডারে অংশগ্রহণ করতে পারেন না। ছোট ছোট কাজ করেই তাদের রুজি রুটি চলে। তাই নিয়মের মধ্যে থেকে কাজ পেতে স্বচ্ছতার মাধ্যমে টেন্ডারের দাবি জানান তারা। এদিন অফিস খুলতেই তারা ইসলামপুর মহকুমা শাসকের দ্বারস্থ হন ফ্রেন্ডস ওয়েলফেয়ার কন্ট্রাক্টর এসোসিয়েশনের ঠিকাদাররা। মহকুমা শাসক সপ্তর্ষি নাগ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তারা।