অবতক খবর, সংবাদদাতা , পূর্ব বর্ধমান :- হঠাৎ করেই সেতুর একাংশে ধস নামলো । অত্যধিক গাড়ির চাপে সেতুর একাংশ বসে যাওয়ার ফলে বাঁকুড়া , মেদিনীপুর , হুগলী থেকে আসা সমস্ত যানবাহন এর চলাচল ব্যহত ।ঘটনাটি ঘটে এদিন শুক্রবার পূর্ব বর্ধমানের রায়না ২ ব্লকের একলক্ষী এলাকায় দেবখালের উপরে সেতুর একাংশে ধস নামায় বিপত্তি । শয়ে শয়ে ট্রাক সহ অনান্য যানবাহন দাঁড়িয়ে পড়েছে উভয় দিকে । ঘটনাস্থলে পুলিশ আধিকারিক সহ সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকরা পৌঁছেছেন ঘটনাস্থলে ।
বালির বস্তা দিয়ে আপাতত ওই ধস এর জায়গা বুজিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা শুরু হয়েছে । আরামবাগের কালীপুর সেতুতে যানবাহন চলাচল বন্ধ করে দেবার জন্য উচালন হয়ে এই রাস্তাই ব্যবহার করতে হচ্ছে সকলকে ।
সারা দিন রাত প্রচুর গাড়ির চাপ । বহুদিন থেকেই এই দেবখালের উপর সেতুটি বিপদজনক ছিল । তার উপর গাড়ির চাপ বেড়ে যাওয়ায় ধসে গেল সেতুর একাংশ বলেই স্থানীয়দের মত । মেরামতির কাজ শুরু হয়েছে ইতিমধ্যে।