অবতক খবর , হরিশ্চন্দ্রপুর : জলের অপর নাম জীবন, কিন্তু এই জল পান করেই অসুস্থ হয়ে পড়েছেন চারজন। ঘটনাটি ঘটেছে আজ সকাল সাতটা নাগাদ হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের রসিদাবাদ গ্রাম পঞ্চায়েতের মোল্লাবাড়ি এলাকায়। সাবমার্সিবলের জলে বিষ। বিষ জল খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন মোল্লাবাড়ি এলাকার মহম্মদ ইব্রাহিম (৫৫), মাহবুব আলম (৪৫), তসরিফুল হক(৪২) ও গোলাব উদ্দিন (৪৫) সহ বেশ কয়েকজন। অসুস্থ চারজনকে হরিশ্চন্দ্রপুর গ্ৰামীন হাসপাতালে ভর্তি করানো হয়।
রসিদাবাদ গ্রাম পঞ্চায়েতের সদস্যা সালমা বেগমের স্বামী আসফাক হোসেন জানান, ২০১৭-১৮ অর্থবর্ষে গ্রাম পঞ্চায়েত থেকে সাড়ে তিন লক্ষ টাকা বরাদ্দে রসিদাবাদ গ্রাম পঞ্চায়েতের মল্লাবাড়ি গ্রামে মাহাতাব আলমের চায়ের দোকানের নিকটে একটি সাবমার্সিবল বসিয়েছিলেন। এই সাবমার্সিবল থেকে মোল্লাবাড়ি, কতল ও জনমদল তিনটি গ্রামের বাসিন্দা সহ স্ট্যান্ডে আসা চা পান কারি ব্যাক্তিরাও জল পান করত। আজ মোল্লাবাড়ি গ্রামের চার বাসিন্দা চা পান করে ওই সাবমার্সিবলের জল পান করলে ঘন্টাখানেকর মধ্যে অসুস্থ হয়ে পড়ে। স্থানীয়রা ছুটে এসে দেখে জল থেকে বিষের গন্ধ ছড়িয়ে পড়েছে। তড়িঘড়ী করে স্থানীয়রা তাদেরকে হরিশ্চন্দ্রপুর গ্ৰামীন হাসপাতালে নিয়ে যায়। সুস্থ হয়ে তারা বাড়ি ফিরে আসে বলে খবর। হরিশ্চন্দ্রপুর ব্লক প্রশাসন ও থানায় বিষয়টি জানানো হয়।
সূত্রের খবর, ওই এলাকার বাসিন্দা সলেমান আলি সাবমার্সিবলের পাম্প সেটের জায়গাটি দখল করে পানের দোকান করেন।এই নিয়ে সপ্তাহ খানেক আগে গ্রামবাসীদের সঙ্গে পান বিক্রেতা সলেমান আলির সঙ্গে ঝগড়া হয় বলে খবর। সপ্তাহখানেক কাটতে না কাটতেই এই কান্ড।সাবমার্সিবল জলে কে বিষ মিশিয়েছে তা কেউ বলতে পারছে না। হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ তা তদন্ত শুরু করেছে।