অবতক খবর,১৬ মার্চ: হরিহরপাড়ার নসিপুরে হাই ড্রেন-এর উদ্বোধন করলেন জেলা পরিষদের সদস্য জিল্লার রহমান।
রবিবার দুপুরে মুর্শিদাবাদ জেলা পরিষদের তত্ত্বাবধানে হরিহরপাড়া গ্রাম পঞ্চায়েতের নসিপুর এলাকায় 38 লক্ষ ৮২ হাজার ৫৩৩ টাকা ব্যয়ে ৪৩০ মিটার হাইড্রেনের শুভ উদ্বোধন করা হয়।
জেলা পরিষদের সদস্য জিল্লার রহমান ছাড়াও এদিন উপস্থিত ছিলেন হরিহরপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর ওরফে পলাশ। হরিহরপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতম দাস।পঞ্চায়েত সমিতির সদস্য পিংকি খাতুন। বিশিষ্ট সমাজসেবী,সাপিনুল বিশ্বাস, হাসানুজ্জামান শেখ ওরফে শাহা। অঞ্চল সভাপতি স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।