অবতক খবর,১৯ অক্টোবরঃ গভীর রাতে হাই স্কুলের প্রধান কার্যালয়ের দরজার তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। ঘটনাটি নদীয়ার শান্তিপুর ব্লকের গয়েশপুর অঞ্চলের গয়েশপুর হাই স্কুলের। জানাযায় বুধবার খুব সকালে স্থানীয় মানুষের নজরে পড়ে স্কুলের প্রধান কার্যালয়ের দরজার তালা ভাঙ্গা অবস্থায় রয়েছে, এরপর স্থানীয়রা খবর দেয় স্কুলের শিক্ষকদের। শিক্ষকরা স্কুলে এসে ভেতরে ঢুকে দেখে বেশ কয়েকটি আলমারি ভাঙ্গা অবস্থায় লন্ডভন্ড হয়ে পড়ে রয়েছে।
যদিও প্রধান কার্যালয়ের গুরুত্বপূর্ণ কাজের একটি ল্যাপটপ চুরি করে নেয় দুষ্কৃতীরা, এছাড়াও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র লোপাট করে। তবে কেন এই দুঃসাহসিক চুরি তা কিছুতেই বুঝতে পারছে না স্কুলের শিক্ষকরা। চুরির ঘটনায় শান্তিপুর থানার পুলিশকে খবর দেওয়া হয়, ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ বাহিনী, এরপর চুরির ঘটনার সাথে কে বা কারা জড়িত তার তদন্ত শুরু করে।
তবে এই প্রথম স্কুলের দরজার তালা ভেঙে চুরির ঘটনা ঘটেনি, এর আগেও একাধিকবার শান্তিপুর ব্লকের বিভিন্ন প্রাইমারি স্কুল থেকে শুরু করে হাই স্কুলে চুরির ঘটনা ঘটেছে। এখন বিষয়, স্কুলের প্রধান কার্যালয়ের দরজার তালা ভেঙে ল্যাপটপ সহ প্রয়োজনীয় কাগজপত্র চুরি করে গুরুত্বপূর্ণ কিছু লোপাট করার চেষ্টা করেছে দুষ্কৃতীরা, নাকি অন্য কোন কারণ। সবটাই উঠে আসবে পুলিশের তদন্তের মধ্যে দিয়ে।