অবতক খবর , রাজীব মুখার্জী , হাওড়া :- হাওড়া কর্পোরেশনের সাফাই কর্মচারীরা আজ হাওড়া দাসনগর থানা এলাকায় সাফাই কাজ বন্ধ রেখে বিক্ষোভ দেখান। তাদের দাবি অবিলম্বে বেতন বৃদ্ধি করতে হবে।
কারণ আজকের দিনে তাদের প্রত্যেক মাসে ৬০০০ টাকা মাইনেতে সংসার চালাতে পারছে না। তাদের দাবি কর্মচারীরা ৩০ বছর, ২৫ বছর এবং ১০বছর পর্যন্ত কাজ করে আসছেন অথচ তাদের বেতন বৃদ্ধি হয়নি।
আগের বা বর্তমান পুর বোর্ড তাদের কোন খোঁজখবর করে না এবং মাইনে বৃদ্ধি নিয়ে কর্ণপাত করছে না।
তাই তারা গতকাল হাওড়া কর্পোরেশন অফিসে বিক্ষোভ দেখায়। এই পরিস্থিতিতে যদি প্রশাসনের তরফ থেকে কোনোরকম ব্যবস্থা না নেওয়া হয় তাহলে তারা অনির্দিষ্টকালের জন্য কাজ বন্ধ রাখবেন বলে জানিয়ে দেয়।
আজকে দাসনগর এলাকায় কর্মচারীরা কাজ বন্ধ রেখেছেন। জঞ্জাল সাফাই না হওয়ায় সমস্যায় পড়েছেন এলাকার বাসিন্দারা।