নিজস্ব সংবাদদাতা : অবতক খবর : হাওড়া : আজকে হাওড়ার মন্দিরতলা এলাকাতে কোভিড-১৯ এর বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির কর্মসূচিতে অংশগ্রহণ করেন রাজ্যের বিদায়ী সমবায় মন্ত্রী ও সদরের তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অরুপ রায়। তিনি অভিযোগ করে বলেন বিজেপি গোটা দেশে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। বিশেষ করে যে সমস্ত রাজ্যে বিজেপি ক্ষমতায় নেই সেখানে দাঙ্গার পরিবেশ তৈরি করার চেষ্টা করছে।
তিনি আরও অভিযোগ করে বলেন হাওড়া জেলাতেও তারা এই চেষ্টা করেছে কিন্তু বিজেপির ফাঁদে তাদের দল পা দেয় নি। তাই হাওড়া শান্ত রয়েছে। কিন্তু এই শান্ত হাওড়াকেও অশান্ত করার অপচেষ্টা করা হচ্ছে। পাশাপাশি তিনি আরও অভিযোগ করে বলেন নির্বাচন কালে এই রাজ্যে দাঙ্গা তৈরি করার চেষ্টা করেছে ভারতীয় জনতা পার্টি। কিন্তু সেই চেষ্টায় তারা সফল হয়নি।
তিনি আরও বলেন বিজেপি শাসিত রাজ্যগুলোতে আইনশৃঙ্খলার যথেষ্ট অবনতি হয়েছে। আর এই রাজ্য তথা হাওড়া জেলাতে নির্বাচনের পরবর্তী সময়ে দাঙ্গা লাগানোর অপচেষ্টাকে তাদের দল কঠোরভাবে মোকাবিলা করবে বলে দাবি করেন মন্ত্রী অরুপ রায়।