রাজীব মুখার্জী :: অবতক খবর :: হাওড়া ::    হাওড়ার জগৎবল্লভপুর থানার ১১ জন পুলিশ কর্মীর করোণা পজিটিভ। এদের মধ্যে নয়জন কনস্টেবল এবং দুইজন এ এস আই। গতকাল আক্রান্তদের ভর্তি করা হয়েছে ফুলেশ্বর এর সঞ্জীবন হাসপাতালে।

পুলিশ সূত্রে খবর, গত ১২ এবং ১৩ জুন থানার পুলিশ কর্মীদের লালারসের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়। গতকাল ওই রিপোর্ট হাতে পেলে আক্রান্তদের হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় অন্যান্য পুলিশ কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।