অবতক খবর,২৯ জানুয়ারি: হালিশহর কোনা মোড় বোমা বিস্ফোরণের ৪৮ ঘন্টা অতিবাহিত। তবে এখনও দুজন নিখোঁজ। ঘটনাস্থলে বারবার যাচ্ছেন সিপি, জয়েন্ট সিপি,ডিএসপি,ডিসিপি, বিধায়ক থেকে শুরু করে স্থানীয় নেতৃত্বরা।
ঘটনার দিন রাতেই বীজপুর বিধায়ক সুবোধ অধিকারী ঘটনাস্থলে যান। যারা মারা গেছেন তাদের সবরকম সহযোগিতার আশ্বাস দেন তিনি।
এরপর আজ সকালে ফের এই ঘটনায় মৃত সুমিত সিং-এর বাড়িতে যান বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী এবং হালিশহর পৌরসভার মুখ্য প্রশাসক রাজু সাহানী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
যেহেতু তারা সেদিন তাদের সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন সেই কারণেই আজ তারা ওই পরিবারের দিকে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন।
এক লক্ষ টাকা ওই পরিবারের হাতে তুলে দিলেন বিধায়ক সুবোধ অধিকারী।
এছাড়াও যে দুজন এখনো নিখোঁজ রয়েছে তাদের বাড়িতেও যান বিধায়ক। তিনি ওই দুটি পরিবারকে বলেন, যেকোনো রকম সহযোগিতার প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা সবসময় আপনাদের পাশে আছি।
বিধায়ককে পাশে পেয়ে পরিবারের সদস্যরা জানান, তিনি যে এইভাবে আমাদের পাশে এসে দাঁড়াবেন তা আমরা কল্পনাও করতে পারিনি।