অবতক খবর :বিশিষ্ট সমাজসেবী তথা বীজপুরের যুব আইকন কমল অধিকারী। তিনি আগের তুলনায় এখন অনেকটাই সুস্থ। তাঁর পায়ে যেভাবে চোট লেগেছিল তাতে পা নিয়ে তিনি রীতিমতো ঘরবন্দী হয়ে গিয়েছিলেন। ডাক্তারি চিকিৎসা চলছিল তাঁর। তবে তিনি এখন একটু হাটাচলা করতে পারছেন এবং খুব শিগগিরই বাইরেও বেরোবেন।

তবে ইতিমধ্যেই তার বিরুদ্ধে অপপ্রচার শোনা গিয়েছিল। সেই প্রসঙ্গে তিনি বলেন, বিরোধীরা আমার বিরুদ্ধে যতই অপপ্রচার চালাক না কেন,সকলেই জানেন আমি ঘরে বসে থাকার মানুষ নই। শুধু নিজের দলের মানুষ নন, অন্যান্য দলের মানুষের সাথেও আমার সুসম্পর্ক রয়েছে। আমরা সকলকে নিয়েই চলতে পারি। ‌২০১৯-এর পর যেভাবে সন্ত্রাস চলেছে তারা সকলেই দেখেছে। সেই সঙ্গে মানুষ ২০২১-এর নির্বাচনের ফলাফলের পরও অঞ্চলের পরিবেশ-পরিস্থিতি বুঝেছে। দুটোর মধ্যে আকাশ-পাতাল তফাৎ। আমরা দাঙ্গা হানাহানির রাজনীতি করি না। আমরা শুধু ভাবি মানুষের কথা মানুষের উন্নয়নের কথা। আর সেই কারণেই আগামী ২০২৪-এ বাংলার মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী পদে আসীন হতে চলেছেন। আর রইল কথা ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং-এর, তাঁর জন্যই এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের মানুষ সন্ত্রাস দেখেছিল। তিনি বলেছেন বোমা বারুদের কোন রং হয় না। আসলে তাঁর চেয়ে বেশিয়ে বোমা বারুদকেকে আর কেউ চেনে না। বিজেপির পার্টি অফিসের পিছনে এত বড় বোমা বিস্ফোরণ ঘটল, আর তিনি বলছেন তার কর্মীকে ফাঁসানো হয়েছে। তবে তিনি কি ভয় পাচ্ছেন? তার কর্মীকে জেরা করা হলে সে যদি সব মুখ ফসকে বলে দেয়,তবে তো তিনিও ফেঁসে যাবেন। সেই কারণেই এত চেঁচামেচি করছেন।