crime STATE

হামিদপুর নোয়াপাড়ায় দুস্কৃতির গুলিতে আহত ১ যুবক।

অবতক খবর:  হামিদপুর নোয়াপাড়ায় দুস্কৃতির গুলিতে আহত মোঃ ইছাহক(৫৪)।তার বাড়ি শশীপুর গ্রামে। গতকাল রাতে গুলি চলার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।গতকাল রাতে ৭.৩০ মিনিট নাগাদ বাইকে করে বাবা ও ছেলে হামিদপুর বাজার থেকে বাড়ি যাচ্ছিল।

ঠিক তখনই দুষ্কৃতীদের গুলিতে আহত হয় ইচাহক।স্থানীয় সূত্রে খবর একটি বিকট আওয়াজ পাওয়ার পর স্থানীয়রা বাড়ি থেকে বেরিয়ে এসে দেখে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে ইচাহক।তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

প্রতিবেদন লেখা অবধি আরজিকর হাসপাতালে ভর্তি ইছাহক।পরিবারের অভিযোগ, ব্যক্তিগত শত্রুতার জেরে এই হামলা।

Leave a Comment

three × one =

We would like to keep you updated with Latest News.