হায়! শরৎচন্দ্র, হায় বঙ্গসংস্কৃতি

হুগলি জেলা। ‌ জগদ্ধাত্রী পুজো বলে কথা! সে কী মানুষের ঢল! ভিড় আর ভিড়!

প্যান্ডেল বাঁধতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে লাগে। বাঙালি চিন্তা ভাবনা বাঙালি সংস্কৃতি বাঙালি চেতনা কতদূর যায়! প্যান্ডেল বাঁধতে বাঁশের সঙ্গে দড়ি
ঝোলে শরৎচন্দ্রের গলায়।
আরো কত কী দেখতে হবে এই বাংলায়!