নিজস্ব সংবাদদাতা :: অবতক খবর :: হালিশহর :: হালিশহরের ভাগাড় অঞ্চলে একটি মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্য ছড়ায় স্থানীয় বাসিন্দাদের দাবি সিম্প্লেক্স কম্পানি প্রজেক্ট এর কাজ চলছিল সেই অঞ্চলে সিম্প্লেক্স কম্পানি তাদের প্রোজেক্টের জন্য একটি ট্যাংক করেছিল ট্যাংকের ওপরে কোন আবরণ দেওয়া ছিল না সেই ট্রাংকের মধ্যে জমা জলে পড়ে মৃত্যু হয় সেই ব্যক্তির মৃত দেহকে এখনো সনাক্তকরণ করা যায়নি |
পুলিশ মৃতদেহের কাছ থেকে একটি মোবাইল ফোন পেয়েছে এবং মৃতদের হাতে মিলন লেখা ছিল স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরে এভাবে খোলা রয়েছে এবং সিম্প্লেক্স কম্পানি রাধিকা সেদিকে কোন নজর দিচ্ছেন না |
তারা নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা বলেছেন ছেলেমেয়েরা খেলতে খেলতে ওই জায়গায় চলে যায় কোন সময়ে ক্ষেত্রে বড় দুর্ঘটনা ঘটতে পারে পুলিশ এসে স্থানীয় বাসিন্দাদের সরিয়ে মৃতদেহটি উদ্ধার করে মৃতদেহ তিন-চারদিনের মৃতদেহ বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা পুলিশের কাছ থেকে জানতে চাওয়া হলে পুলিশ বলেছেন এখনও তদন্ত চলছে তারা কোন রকম মন্তব্য করতে পারবেন না |
প্রজেক্টে কর্মরত সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসা করলে তিনি বলেন যে সময় এটি ঘটেছে সেই সময় তিনি ডিউটিতে ছিলেন না তিনি দুদিন হয়েছে ডিউটিতে জয়েন করেছেন ||
সিকিউরিটি গার্ড আরও বলেছেন যে তিনি প্রথমে মৃতদেহটি দেখেননি |সেই প্রজেক্টে কর্মরত শ্রমিকরা মৃতদেহটি দেখে প্রজেক্ট ম্যানেজার কে জানার এবং তারপরে সিকিউরিটি পুলিশকে খবর দেয় এবং পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে