অবতক খবর,১৬ জুলাই: আগামীকাল ১৭ই জুলাই হালিশহর পৌর প্রশাসকের দায়িত্ব গ্ৰহণ করছেন রাজু সাহানি। হালিশহর পৌরসভার পৌর প্রশাসক অংশুমান রায়কে নিয়ে যে আলোড়ন সৃষ্টি হয়েছিল তার অবসান ঘটল।

রাজু সাহানি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি অদ্ভুত এক বিপর্যয়কর পরিস্থিতিতে করোনাকালে পৌর প্রশাসকের দায়িত্ব পেয়েছেন। সুতরাং তাকে জনমুখী কাজে আত্মনিয়োগ করতে হবে। এমনই প্রতিশ্রুতি তিনি হালিশহর পৌরবাসীর কাছে রাখছেন। যে সমস্ত জনকল্যাণমূলক কাজের টেন্ডার হয়েছে, যেগুলো অসমাপ্ত রয়েছে এগুলো দ্রুত সম্পন্ন করার জন্য তিনি সচেষ্ট হবেন।

তিনি বলেছেন, পৌরসভায় কোন গোষ্ঠী বিভাজন তিনি মানবেন না। জনস্বার্থে তিনি আত্মনিয়োগ করবেন। দুর্নীতি সংক্রান্ত যেসব প্রশ্ন উঠেছিল সেগুলোর দিকেও তিনি নজর রাখবেন। ‌অর্থাৎ তার মূল ভূমিকা হবে জনপরিষেবা দেওয়া এবং জনকল্যাণমুখী কাজগুলি যাতে দ্রুত সম্পন্ন হতে পারে তার ব্যবস্থা করা।