অবতক খবর,১৫ সেপ্টেম্বর: আসন্ন পৌর নির্বাচন। সেই নির্বাচনকে মাথায় রেখে গোটা বীজপুর জুড়ে চলছে উন্নয়নের কাজ। অর্থাৎ রাস্তা তৈরি,ড্রেন তৈরি ইত্যাদি। কিন্তু বীজপুরে যে আসল উন্নয়ন হচ্ছে সেই দিকে হুঁশ নেই কারোর। আর সেই উন্নয়ন প্রকৃত উন্নয়নের উপরেই জল ঢেলে দিচ্ছে।

হালিশহর শহীদ নগর থেকে তেঁতুলতলা পর্যন্ত যে চওড়া রাস্তা ছিল, সেই রাস্তাটি এখন ক্রমশ সরু হয়ে গেছে। কিছু অসাধু ব্যক্তিরা ওই রাস্তার দু’ধারে বেআইনিভাবে দোকান তৈরি করে রাস্তাটিকে একেবারেই সরু করে ফেলেছে।

কার মদতে রাস্তার দুই ধারে গড়ে উঠছে একের পর এক বেআইনি দোকান গড়ে উঠছে, সে বিষয়ে সঠিক কেউই কিছু বলতে পারছেন না। ওই রাস্তায় গেলে দেখা যাবে একের পরে এক ঢালাই করা দোকান গড়ে উঠছে। ‌

হালিশহর আইটিআই কলেজ সংলগ্ন অঞ্চলেও এই ভাবেই আগাছার মত গজিয়ে উঠছে পাকাপোক্ত দোকান।
এই অঞ্চলটি হালিশহর পৌরসভার অন্তর্ভুক্ত ৪ নম্বর ওয়ার্ড।

হালিশহর কালীবাড়ি থেকে তেঁতুলতলা আইটিআই কলেজ পর্যন্ত চওড়া রাস্তাকে সরু করার যে উন্নয়ন হয়েছে তা বেশ ভালোই চোখে পড়ছে।

উল্লেখ্য, এই বিষয়টি নিয়ে এর আগেও বেশ কয়েকবার হালিশহর পৌরসভার পৌর প্রশাসককে অভিযোগ করা হয়েছিল। তিনি সব ক্ষেত্রে অত্যন্ত সক্রিয় হলেও এক্ষেত্রে কিন্তু সর্বদাই নীরব ভূমিকা পালন করেছেন।