অবতক খবর,১৮ এপ্রিল: আজ সকাল আটটা থেকে আগামীকাল অর্থাৎ ১৯ এপ্রিল মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত হালিশহরের ৫,৬,৭,৮,৯,১৩,১৪,১৫ এবং ১৮ নং ওয়ার্ডে জল সরবরাহ বন্ধ থাকবে। কারণ স্বরূপ পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, হালিশহর ১৪ নং ওয়ার্ডে কেএমডিএ-র জলপ্রকল্পের কাজের জেরেই এই ভোগান্তি।
তবে আজ গোটা হালিশহর জুড়েই অন্যান্য ওয়ার্ড গুলিতে খুবই ধীরগতিতে জল পরছে নিচু কল গুলিতে। তবে পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন জায়গায় ওয়াটার ট্যাংকের ব্যবস্থা করা হয়েছে। যাতে মানুষের কোন অসুবিধা না হয়। শুধু তাই নয়, হালিশহরের উচ্চমাধ্যমিক কেন্দ্রগুলোতেও পাঠানো হয়েছে ওয়াটার ট্যাংক।
অন্যদিকে আজ ১৪ নং ওয়ার্ডে যেখানে এই পাইপলাইনের কাজ চলছে সেই স্থান পরিদর্শনে গেলেন হালিশহর পৌরসভার উপ পৌর প্রধান শুভঙ্কর ঘোষ (সোনাই) এবং ওই ওয়ার্ডের কাউন্সিলর প্রিয়াংকা বিশ্বাস।
এর পরেই তারা জানান, যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে খুব দ্রুত জল সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে।