অবতক খবর , শিলিগুড়ি : শিলিগুড়িতে হাসপাতালে সাধারন রোগীদের জন্য পাওয়া যাচ্ছে না ওষুধ। হাসপাতালে এসে ভর্তি হচ্ছেন আনেকে। বেশীরভাগ পেট খারাপ এবং মাথা ব্যাথার রোগীরা আসছেন এবং ভর্তি হয়ে যাচ্ছেন। দুতিনদিন পর তাদেরকে বলা হচ্ছে ওষুধ নেই।সমস্যায় পড়ে যাচ্ছেন হাসপাতালের আউটডোরে আসা রোগীরাও।
ডাক্তার দেখাতে এসে রোগীরা বসে থাকছেন ঘন্টার পর ঘন্টা,যাও বা ডাক্তার দেখে যাচ্ছেন পরে ওষুধ না পেয়ে আরো ঝামেলায় পড়ে যাচ্ছেন তারা। দিনের বেলা যাও বা রোগী এসে ওষুধ পাচ্ছেন রাত্রে আরো সমস্যায় পড়ে যাচ্ছেন রোগীরা। বিশেষ করে বাইরে থেকে যে সব রোগী আসছেন চরম সমস্যায় পড়ে যাচ্ছেন তারা।
এ নিয়ে হাসপাতালের সুপারকে জিঞ্জাসা করলে তিনি জানান বেশ কিছু ওষুধ পাওয়া যাচ্ছে না,তবে দু তিন দিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে। লকডাউন এবং করোনা আবহে যে চরম সমস্যায় রোগীরা তা বোঝা গেছে শিলিগুড়ি জেলা হাসপাতালের এই অব্যবস্থা দেখে।