অবতক খবর,১২ অক্টোবর,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমান: বাংলার ১০০ দিনের বকেয়া টাকা আবাস যোজনার টাকা কেন্দ্রের বিজেপি সরকার ক্ষমতার বলে চক্রান্ত করে আটকে রেখেছে , বলে দাবী করে তারই প্রতিবাদে মেমারি দুই নম্বর ব্লকের বড়পলাশন এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বৃহস্পতিবার বিকালে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় । মেমারি দুই নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি গফফার মল্লিক জনান বড়পালাসন এক নম্বর অঞ্চলের বিষেরপাড় থেকে প্রায় কয়েক হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের নিয়ে মিছিলটি শুরু হয়ে মণ্ডলগ্রাম, বামুনিয়া, গয়েসপুর সহ বিভিন্ন গ্রাম পরিক্রমা করার মধ্য দিয়ে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে রাজ্যের বকেয়া টাকা আদায়ের দাবীতে, এবং কেন্দ্র সরকারের বঞ্চনার প্রতিবাদ জানিয়ে এই মিছিল বলে জানান মেমারি দুই ‘নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি গফফার মল্লিক।

এই মিছিলে উপস্থিত ছিলেন মেমারি দুই ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হরিসাধন ঘোষ মেমারি টুই ব্লক পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি গফফার মল্লিক মহাশয় মেমারি দু’ই নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সমস্ত শাখা সংগঠনের সভাপতিরা পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ গণ, ব্লকের বিভিন্ন অঞ্চলের প্রধান, উপপ্রধানসহ ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব।