অবতক খবর,১৫ নভেম্বর,রূপম রায়,নদীয়া: ১১৮৫ বঙ্গাব্দ থেকে শুরু হয় সূত্রাগর সাহা পাড়া অঞ্চলে জগদ্ধাত্রী মায়ের আরাধনা। একসময়ে এখানে একই সাথে কৃষ্ণ ও কালী মায়ের আরাধনা করা হতো বলে জানাচ্ছেন পুজোর কর্ম কর্তারা। কিন্তু একবছর ভয়া বহ অগ্নি কান্ড মতন ভয়ঙ্কার অগ্নি কান্ড ঘটে, তার পরের বছর থেকেই এই বৈষ্ণব ও শক্তির আরাধনা বন্ধ করে জগদ্ধাত্রী মায়ের পুজোর শুরু হয় বলেই পুজোর কর্ম কর্তারা জানাচ্ছেন।

এখানে ডাকের সাজে মাকে সাজানো হয়, আখ, কুমড়ো ও কলা বলি করা হয়। এখানে মহিলাদের ধুনো পোড়ানোর রীতি বলবৎ রয়েছে, তবে এই ঠাকুরের মণ্ডপ সজ্জা প্রত্যেক বছর নজর কারা হয় বলেই জানাচ্ছেন পুজো উদ্যোক্তারা। তবে করোনা প্রেক্ষাপটে বর্তমানে খোলা মেলা প্যান্ডেল করা হয়েছে, তবে সুত্রাগ র সাহা পাড়া ও চরক তলা অঞ্চলের ঠাকুরের সাজ ও কাঠামো অনেকটা একই রকমের বলে জানাচ্ছেন এই পুজো কমিটির কর্তৃপক্ষরা।

প্রতিমার নিরঞ্জন পথে চরক তলা ও সাহা পাড়া এই দুই জগদ্ধাত্রী মায়ের নৃত্য প্রদর্শন করা হয় বলেই জানা যাচ্ছে। তবে প্রথা মেনে একাদশীর দিনেই এই মাতৃ মূর্তির নিরঞ্জন ঘটে।