অবতক খবর :: কলকাতা :: গোটা বিশ্ব জুড়ে আতঙ্ক ছড়াচ্ছে নভেল করোনা ভাইরাস। ভারতবর্ষে এখনো পর্যন্ত মোট ১২৮ টি কেস ধরা পড়েছে। যার মধ্যে মহারাষ্ট্রে সবথেকে বেশি ৩৯টি, কেরালাতে ২৪টি, এবং দিল্লিতে ৭টি করোনা ভাইরাসে আক্রান্তের সন্ধান পাওয়া গেছে। যেখানে পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত কোনো আক্রান্ত নেই। এর বিস্ত্রিতী রুখতে নয়া পদক্ষেপ গ্রহণ করলেন পশ্চিমবঙ্গের মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোট ১২টি পদক্ষেপ গ্রহণ করলেন তিনি। আসুন দেখেনিই পদক্ষেপ গুলি_
১, করোনা মোকাবিলায় ২০০ কোটি টাকার তহবিল বরাদ্দ করা হয়েছে।
২, এখনও পর্যন্ত ৩ লক্ষ ২৪ হাজার জনের স্ক্রিনিং হয়েছে। ৫৫৯০ জনের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।
৩, ২ লক্ষ এন-৯৫ মাস্কের বরাত দেওয়া হয়েছে।
৪, ১০ হাজার থার্মোমিটার গান কেনা হচ্ছে।
৫, ৩০০ নতুন ভেন্টিলেটরের ব্যবস্থা রাখা হচ্ছে।
৬, করোনা মোকাবিলায় রত ১০ লক্ষ স্বাস্থ্যকর্মীর জন্য ৫ লক্ষ টাকা অতিরিক্ত বিমার ব্যবস্থা করেছে রাজ্য সরকার।
৭, শপিং মল, সরকারি ও বেসরকারি অফিস– সর্বত্র হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে।
৮, ধর্মীয় সংগঠন ও ক্লাবগুলি যেন যে কোনও ধরনের ভিড় ও জমায়েত এড়িয়ে চলে।
৯,বেসরকারি হাসপাতালগুলোকে অনুরোধ, কোনও করোনাভাইরাস আক্রান্ত রোগীকে যেন ফেরানো না হয়।
১০, ট্রেন ও বাসের সংখ্যা আরও বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।
১১, ৩১ মার্চ পর্যন্ত সিনেমা হল, অডিটোরিয়াম, সুইমিং পুল, রিয়েলিটি শো-র শুটিং, স্টেডিয়াম বন্ধ রাখতে হবে।
১২, সমস্ত স্কুল ও আইসিডিএস কেন্দ্র ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।