অবতক খবর , বিজু , বর্ধমান :- ২০২৫ এর মধ্যে টিবি নির্মূল করার ডাক দিয়ে বৈঠক টিবি ফোরামের ৷ সোমবার এই বিষয়ে পশ্চিম বর্ধমান জেলা শাসকের দফতরে এক বৈঠকের আয়োজন করা হয় ৷
যেখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক অভিজিৎ শেভালে , জেলার স্বাস্থ্য অধিকর্তা অশ্বিনী কুমার মাজি, ডিটিও দেবাঞ্জন মান্না,WHO প্রকল্পে নিযুক্ত চিকিৎসক অরূপ চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকেরা ৷
এদিন জেলার টিবি ফোরামের পক্ষ থেকে জানানো হয় জেলায় এই মুহূর্তে ২৫০৫ জন টিবি সংক্রামিত রোগী রয়েছেন ৷ যেহেতু তাদের চিকিৎসা দীর্ঘমেয়াদি(৬-৯মাস) , সেক্ষেত্রে সরকার থেকে তাদের ওষুধ পথ্য ও পুষ্টির ব্যবস্থা করবে জেলা প্রশাসন ৷
পাশাপাশি সুস্থ হওয়ার পরে বিভিন্ন সোস্যাল ওয়েল ফেয়ার স্কিমে নিয়োগ করার ব্যবস্থা করা হবে ৷ পাশাপাশি সরকারি ও বেসরকারি ভাবে তথ্য নবীকরণ সহ প্রতি তিন মাসে এই বিষয়ে একটি বৈঠক করা হবে। ৷