অবতক খবর,২০ জুলাইঃ ২১ জুলাই শহীদ দিবসে অংশ নিচ্ছেন না ইসলামপুরব্র তৃণমূল কংগ্রেস বিধায়ক আব্দুল করিম চৌধুরী। তিনি ইসলামপুর ছেড়ে গেলে তার অনুগামীদের উপর নতুন করে হামলা হবার আশঙ্কা থাকছে। তাই তার অনুগামীদের রক্ষা করতেই তিনি ২১ জুলাই শহীদ দিবসে অংশ নেবেন না বলে জানিয়ে দিলেন আব্দুল করিম চৌধুরী।
মমতা ব্যানার্জী ২১ জুলাই শহীদ দিবস যতবার পালন করেছেন ততবার তিনি সেই সভায় হাজির ছিলেন।এবার প্রথমবার তিনি শহীদ দিবসের সভায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত তার মন খুবই ভারাক্রান্ত। করিম সাহেব জানিয়েছেন, ২১ জুলাই শহীদ দিবসের সভায় আমি যেতে পারি এই আশঙ্কা করে তার অনুগামীরা বাড়িতে এসে কান্নাকাটি করছেন।কারন তিনি ইসলামপুরে না থাকলে তাদের উপর আরো অত্যাচার নেমে আসবে।
ভোট পরবর্তি হিংসায় তার অনুগামীদের উপর চরম অত্যাচার নেমে আসছে।কারো যাতায়াতের পথ বন্ধ করে দিয়েছে। কাউকে নারধোর করে বাড়িঘরের জিনিসপত্র নষ্ট করে দিয়েছে।অনুগামীদের পরিস্থিতির কথা বিচার করেই তিনি শহীদ দিবসের সভায় না যাবার সিদ্ধান্ত নিয়েছেন।