অবতক খবর, সংবাদদাতা :: রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা দ্রুত গতি তে বাঁধতে শুরু করেছে . শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৪৮ জন ও মারা গেছেন আরও ৬ জন।তবেগৎ ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন আরও ৪৭ জন। এই খবর লেখা পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৮২৫ জন । সোমবার সন্ধেয় রাজ্য সরকারের স্বাস্থ্য ভবনের তরফে প্রকাশিত বুলেটিনে জানানো হয়েছে যে কোভিডে মোট মৃত্যু হয়েছে ১৭২ জনের।
স্বাস্থ্য ভবনের তরফে ওই বুলেটিন এ-ও বলা হয়েছে যে ৭২ জন করোনা সংক্রামিত ব্যক্তি ইতিমধ্যেই মারা গেছেন কো-মর্বিডিটির কারণে। অর্থাৎ তারাও করোনায আক্রান্ত ছিলেন কিন্তু তাদের মৃত্যু অন্য কারণে।
পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন কলকাতায় । মোট আক্রান্তের সংখ্যা 1372 আজকের 24 ঘন্টা আক্রান্ত হয়েছে নতুন করে 61 জন মৃত্যু হয়েছে 165 জনের। দ্বিতীয় স্থানে রয়েছে হাওড়া জেলা। 599 জন আক্রান্ত হয়েছেন তবে আজকে আক্রান্ত হয়েছেন 24 ঘন্টায় 28 জন মৃত্যু হয়েছে 32 জনের। তৃতীয় স্থানে রয়েছে উত্তর 24 পরগনা, 381 জন আক্রান্ত তাতে আজকের নতুন করে আক্রান্ত হয়েছেন 26 জন। মৃত্যু হয়েছে 32 জনের । ইতিমধ্যে হুগলিতে আক্রান্ত 150, দক্ষিণ 24 পরগনায় 97, পূর্ব মেদিনীপুর 52 , মালদা 34 , পশ্চিম মেদনাপুরে 20, পশ্চিম বর্ধমান এ 18, নদিয়ায় 14, পূর্ব বর্ধমানের 14 , বীরভূম 11, উত্তর দিনাজপুর মুর্শিদাবাদের 9-9 দার্জিলিং কালিম্পং সাতজন করে জলপাইগুড়ি 4 দক্ষিণ দিনাজপুর 3, ঝারগ্রাম 3 জন।
রাজ্যের জন্য সুখবর এই যে আলিপুরদুয়ার বাঁকুড়া , কুচবিহার ও পুরুলিয়াতে এখন অব্দি একটাও করোনা রোগে আক্রান্ত হয়নি।