অবতক খবর,২২ জানুয়ারি: বীজপুর পুলিশ মান রক্ষা করলেন বীজপুরের। হ্যাঁ, ঠিকই শুনেছেন। বিগত দিনে এমন একটি ঘটনা ঘটেছে যা শুনলে বীজপুর পুলিশকে বাহবা দেবেন আপনিও।
এবার বলা যাক মূল বিষয়টি। ঘটনাটি ১৯শে জানুয়ারির। NRI সিল্কী সাহা অষ্ট্রেলিয়ার বাসিন্দা। কিছুদিন আগে তিনি কল্যাণীতে আসেন। কল্যাণী থেকে কাঁচরাপাড়ায় শপিং করতে আসেন তিনি। পরবর্তীতে তিনি বুঝতে পারেন তাঁর দামী মোবাইল ফোনটি খোয়া গেছে। টেকনোলজির যুগে যেহেতু এখন হাতের মুঠো ফোনটিই মানুষের সব, এক্ষেত্রে তিনি তাঁর ফোনটি হারিয়ে অসহায় হয়ে পড়েন।
অতঃপর তিনি ২০শে জানুয়ারি তিনি বীজপুর থানায় একটি জিডি করেন। জিডি’র ২৪ ঘন্টার মধ্যে বীজপুর থানার পুলিশ মুঠো ফোনটি খুঁজে সিল্কী সাহার হাতে তুলে দেন।
ফোনটি পেয়ে অষ্ট্রেলিয়ার বাসিন্দা সিল্কী সাহা ধন্যবাদ জানান বীজপুর থানার প্রত্যেক অফিসারকে।
তিনি আরো বলেন,আজই আমার অষ্ট্রেলিয়া ফিরে যাওয়ার ফ্লাইট রয়েছে। আমি তো ভাবছিলাম যে,হয়তো যাওয়াই হবে না। শেষমেষ ফোনটি খুঁজে দিলেন অফিসাররা। আমি কৃতজ্ঞ তাঁদের কাছে।