অবতক খবর,১৭ ডিসেম্বর: রাজ্য গ্রন্থাগার দফতরের উদ্যোগে এবং বাংলার মূখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরনায় ২৭ তম উত্তর দিনাজপুর জেলা বই মেলা অনুষ্ঠিত হতে চলেছে জেলার করণদিঘী ব্লকে।আগামী ২০ থেকে ২৬ শে ডিসেম্বর জেলা বই মেলা অনুষ্ঠিত হবে করণদিঘী হাইস্কুল মাঠে।বই মেলায় ৭০ স্টেলের পাশাপাশি থাকলে সাংস্কৃতিক মঞ্চ।
হাতে আর সময় নেই বল্লেই চলে তাই বই মেলার প্রস্তুতি চলছে জোর কদমে।করণদিঘীতে বই মেলা হওয়া স্থানীয় বিধায়ক গৌতম পালের দায়িত্বটা বেশি।কারণ এবছর জেলার কোন পৌর শহরে জেলা বই মেলা না ব্লক স্তরে হচ্ছে।তাই বই মেলায় কোন প্রকার খামতা রাখতে চাননা বিধায়ক গৌতম পাল।
সেই কারণে এদিন নিজে কাজের তদারকি করেন।সাত দিন ধরে পাঠক পাঠিকা থেকে শুরু করে যেসব বই বিক্রেতারা নিজেদের পসরা সাজিয়ে বসবে তাদের কোন প্রকার সমস্যা না হয়।পাশাপাশি সাত দিন ধরে চলবে স্থানীয় ও বহিরাগত শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান।এবং রাজ্য সরকারের বিভিন্ন জনমূখি প্রকল্প গুলি বই মেলায় তুলে ধরা হবে।সমস্ত কিছুই হবে সরকারি করোনা বিধি মেনে বলে জানান বিধায়ক গৌতম পাল।