অবতক খবর,২ ফেব্রুয়ারি: বিনোদন পার্ক ,কর্মতীর্থ, ক্লক টাওয়ার, পানীয় জল প্রকল্প সহ বনগাঁ পৌরসভা এলাকায় ৩২৭ টি প্রকল্পের উদ্বোধন হলো মঙ্গলবার ।পাশাপাশি পৌরসভা এলাকার কয়েক হাজার পরিবারের হাতে তুলে দেওয়া হল ইন্ডাকশন ওভেন। পৌরসভা ভোটের আগে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন এবং ওভেন বিলি করাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে । পৌরসভার মাধ্যমে জানা গিয়েছে, বনগাঁ শহরের মতিগঞ্জ মোড়ে বিশ্ব বাংলা ওয়াজ টাওয়ার তৈরি করা হয়েছে।
তার সামনেই এদিন দুপুরে বিভিন্ন প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে প্রকল্পগুলির উদ্বোধন করা হয় হয়েছে। তার মধ্যে রয়েছে বনগাঁ চাকদা সড়কের পাশে চৈতন্য দেবের মূর্তি। চাঁপাবেড়িয়া এলাকায় বিনোদন পার্ক তৈরি করা হয়েছে। বনগাঁ টাউন হল মাঠে গ্যালারি,গায়ত্রী জল প্রকল্প, বীণাপাণি দেবী সেতু, যশোরের পাশের শুকনো মৃত গাছগুলি খোদাই করে সৌন্দর্যায়ন ৷ ভগিনী নিবেদিতা চিলড্রেন পার্ক, সহ নানা উন্নয়নমূলক প্রকল্প।
অনুষ্ঠানের উদ্বোধন শেষে গোপাল শেঠ বলেন” আমার রাজনৈতিক জীবনের রাজ্যে একসঙ্গে এত প্রকল্পের উদ্বোধন আগে কখনো হয়নি। ৩০ কোটি টাকা ব্যয়ে ৩২৭ টি প্রকল্পের উদ্বোধন হলো আজ।
প্রকল্পের উদ্বোধন এর বিষয়ে কটাক্ষ করেছে বনগাঁর বিজেপি নেতা দেবদাস মন্ডল” তিনি বলেন, ঢপবাজির একটা সীমা থাকে। গল্পের গরু গাছে তুলছে। ৩২৭ সাতাশটা প্রকল্প মানে কত প্রকল্প ওদের কি জানা আছে। পৌর ভোটের আগে রাজনৈতিক চমক দেওয়ার চেষ্টা ।