অবতক খবর , সৌরভ নস্কর , দক্ষিণ 24 পরগনা :- মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জল ধরো জল ভরো প্রকল্পের মাধ্যমে আজকের দক্ষিণ ২৪ পরগনা জেলার ১৩২ সাগর বিধানসভা কেন্দ্রের মুড়িগঙ্গা ২ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে, ওই অঞ্চলের ৩২ টি পরিবার যারা জল ধরো জল ভরো প্রকল্পের মাধ্যমে পুকুর খনন করেছিল ,তাদের প্রত্যেককে আজকের মৎস্য দফতরের পক্ষ থেকে একহাজার পিস ৪ ইঞ্চি মাপের চারা পোনামাছ এবং ২০ কেজি করে চুন তাদের হাতে তুলে দেওয়া হয় ।

ওইখানে উপস্থিত ছিলেন সাগর ব্লকের মৎস্য দপ্তরের আধিকারিক – মাননীয় অশোক কুমার দাস মহাশয়, মুড়িগঙ্গা ২ গ্ৰাম পঞ্চায়েতের সম্মানীয় প্রধান মাননীয় – গোবিন্দ মন্ডল মহাশয়, সাগর পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ মাননীয় – স্বামীর শাহ্ মহাশয়, এছাড়া উপস্থিত ছিলেন ওই পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য – সদস্যা বৃন্দ।