অবতক খবর , অভিষেক দাস , মালদা : – ইতিমধ্যে শুরু হয়েছে মালদা জেলা বই মেলার প্রস্তুতি। সোমবার সকালে সেই প্রস্তুতি খতিয়ে দেখলেন জেলাশাসক রাজষী মিত্র সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।

১৯ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত ৬ দিন ধরে চলবে ৩২ তম মালদা জেলা বই মেলা।  গত দুই বছর ধরে বই মেলা অনুষ্ঠিত হয়েছিল মালদা শহরের সদরঘাট এলাকায়। তার আগে মেলা অনুষ্ঠিত হত মালদা কলেজ ময়দানে।

২০২১ সালে ৩২ তম মালদা জেলা বই মেলা অনুষ্ঠিত হবে মালদা শহরের রামকৃষ্ণ মিশন রোড যুব আবাস প্রাঙ্গণে। চলছে তারই জোর প্রস্তুতি। এ বিষয়ে জেলা গ্রন্থাগার আধিকারিক প্রমোদ কুমার মাহাতো জানান, এবছর বই মেলায় থাকবে ১১০ টি স্টল।

তারমধ্যে থাকতে পারে কলকাতার ৫০ টি বইয়ের স্টল, এছাড়া বাংলাদেশের বইয়ের স্টল মেলায় থাকে তার আবেদন জানানো হয়েছে। আনুষ্ঠানিক উদ্বোধন হবে ১৯ জানুয়ারি।

এবারে বইমেলার উদ্বোধন করবেন বিশিষ্ট সাহিত্যিক আবুল বাশার। উদ্বোধন অনুষ্ঠানে থাকতে পারেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী মহাশয়।