অবতক খবর , শিলিগুড়ি :     ৫০০ গ্রাম ব্রাউন সুগার সহ আজ দুজনকে গ্রেপ্তার করলো মাটিগাড়া থানার পুলিশ। দুজনের নাম সাকিব আলম এবং আখতার আলি।

জানা গিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে মাটিগাড়ার খাপরাইল মোড়ে অভিযান চালিয়ে একটি স্কুটিতে তল্লাশি চালানো হয়। সেই স্কুটি থেকেই উদ্ধার হয় ৫০০ গ্রাম ব্রাঊন সুগার। ঘটনায় ২ জনকে গ্রেফতার করে পুলিশ।

গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আজ ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হবে।