নিজস্ব সংবাদদাতা : অবতক খবর : গত ২৭ তারিখ থেকে ৫ দিন ব্যাপী পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২নং ব্লকের শ্রীবাটী অঞ্চলের নন্দীগ্রামের নন্দেশ্বর শিবের গাজন উৎসব শুরু হয়েছিল। এলাকার মানুষদের কাছ থেকে শোনা যায় বহু বছরের পুরনো নন্দেশ্বর শিবের গাজন। এইবার সন্ন্যাসী সংখ্যা ৬১ জন। এই সন্ন্যাসীদের দায়িত্ব পালন করেন তার নাম হল সোমনাথ রেজ তাকে বলা হয় মূলে। তিনি শিবিরের গাজন দেখভাল করেন।
এইদিন সন্ধ্যায় সন্ন্যাসীরা তাদের কলা কোষাশী দেখায়। রবিবার রাতে বোলান গান অনুষ্ঠিত হল। বোলান গান দেখতে এলাকার মানুষেরা ভিড় জমিয়েছিল মন্দির প্রাঙ্গণে। সোমবার সন্ন্যাসীরা শিব ঠাকুরকে মাথায় করে নিয়ে গ্ৰাম ঘুরতে বেরোই। চারটি গ্ৰামে ফলজল করে সন্ন্যাসীরা। মঙ্গলবার নীলের পুজো অনুষ্ঠিত হলো শিব মন্দিরে।
এইদিন বিকালে নীলের পুজো দিতে মহিলারা ভিড় জমায় মন্দির চত্বরে। সন্ন্যাসীরা ধুন পুরানো ও বানফোড়ে। নীলের পুজো দেয় সন্ন্যাসী ও উপসীরা। বস শেষে শিবিরের বিয়ে হয়। বুধবার বিকেলে শিব ঠাকুরকে চড়কতলায় নিয়ে আসেন সন্ন্যাসীরা। ছোট বড় চড়ক মেলা বসে। এই মেলাকে ঘিরে এলাকার মানুষেরা আনন্দে মেতে ওঠেন। বৃহস্পতিবার দিন শেষ হলো গজন।