অবতক খবর,৭ আগস্ট: আগামী ৯ আগস্ট বারাসাতে সিটু(CITU) এবং এআইকেএস(AIKS)-এর পক্ষ থেকে অবস্থান এবং আইন অমান্য কর্মসূচি সফল করতে কাঁচরাপাড়া সিটু(CITU)’র পক্ষ থেকে আজ সকাল ৯টায় পথসভার আয়োজন করা হয় কাঁচরাপাড়ায়।

উক্ত পথসভায় বক্তব্য রাখেন সিটু নেতা শম্ভু চ্যাটার্জী।

তিনি বলেন,”আগামী ৯ আগস্ট ১৪ দফা দাবি নিয়ে বারাসাতের চাপাডালি মোড়ে সিটু(CITU) এবং এআইকেএহ(AIKS)-এর ডাকে অবস্থান এবং আইন অমান্য কর্মসূচি পালন করা হবে।
আমাদের দাবি,
মানুষকে বিনা মূল্যে ভ্যাকসিন দিতে হবে,
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে হবে,
রান্নার গ্যাস,পেট্রোল ডিজেলের মূল্য হ্রাস করতে হবে,
কৃষি বিল প্রত্যাহার করতে হবে,
নয়া বিদ্যুৎ বিল,নয়া শ্রমবিল, সরকারি ক্ষেত্রে গুলিকে বেসরকারিকরণ এবং দেশের কেন্দ্রের বিজেপি সরকারকে ক্ষমতাচ্যুত করতে হবে এই সকল দাবি নিয়ে আমরা ৯ আগস্ট চাপাডালি মোড়ের অবস্থান-বিক্ষোভ এবং আইন অমান্য কর্মসূচি পালন করব।”