অবতক খবর, সংবাদদাতা ,ইসলামপুর :: আচমকা অগ্নিকান্ডে ভস্মীভূত বেশ কিছু আশ্রয়। সোমবার গভীর রাতে ইসলামপুর ব্লকের কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েত এলাকার এই ঘটনায় তীব্র চাঞ্চল্য। কোন হতাহতের খবর নেই। তবে মধ্যরাতে ঘুম ঘোরে আচমকা আগুন লেগে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়ে ওই পরিবারের সদস্যদের পাশাপাশি গোটা গ্রাম। গ্রাম পঞ্চায়েত সদস্য জিয়ারুল হক জানান, তমিজুদ্দিনের বাড়িতে আচমকা আগুন লেগে তা ছড়িয়ে পড়ে অন্যান্য জায়গায়। তবে কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা তা পরিষ্কার নয় ।

খবর পেয়ে দমকল পৌঁছে আগুন আয়ত্বে নিয়ে আসে। বিষয়টি থানায় জানানো হয়েছে।এদিন এই খবর পেয়ে ছুটে আসে রামগঞ্জ আলো ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা। সোসাইটির সম্পাদক সিদ্দিক আলম জানান, এই সংকটের মুহূর্তে প্রয়োজনীয় খাবার বিধ্বস্ত পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।

অন্যদিকে ওই গ্রাম পঞ্চায়েতের একটি বিদ্যালয়ের সহঃশিক্ষক দেবাশীষ দত্ত জানান, এই খবর পেয়ে তারা শিক্ষকদের নিয়ে একটা পৃথক তহবিল গড়ে তোলার চেষ্টা করছেন ।যা দিয়ে ওই ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের সহায়তা তুলে দেওয়া হবে। অন্যদিকে ইসলামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল সরকার জানান, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মধ্যে যেন সুষ্ঠুভাবে ত্রাণ বন্টন করা হয় সে বিষয়ে তিনি গ্রাম পঞ্চায়েতের সঙ্গে কথা বলছেন।