অবতক খবর,২০ সেপ্টেম্বর: আজ মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে একটি অঙ্গদান উদ্দেশ্যে সচেতনতা শিবিরের আয়োজন করা হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের এম এস ভি পি অমিয় কুমার বেরা জানান, একটা মানুষ তার অঙ্গ দানের মাধ্যমে ৮ জনের জীবন বাঁচাতে পারে। অবশ্যই সেই মানুষটির মৃত্যুর পর সঠিক সময়ে তার শরীরের কিডনি, হার্ট,লাঙস্,চোখ এছাড়াও আরো অনেক কিছুই সে দান করে অন্যের জীবন বাঁচাতে পারে। তবে চক্ষুদান ও রক্তদানে মানুষ অভ্যস্ত হয়ে গেছে। তাই সংবাদমাধ্যমের কাছে তার অনুরোধ মানুষ যাতে অঙ্গ দানে ভয় না পায়, সেইটা মানুষের সামনে তুলে ধরতে হবে এবং আজ মুর্শিদাবাদ মেডিকেল কলেজ থেকে এর পথ চলা শুরু হোক। উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের পুলিশ সুপার কে শবরী রাজকুমার ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।