এই রাষ্ট্রীয় দৌরাত্ম্যের ভিড়ে
জেগে থাকি তোমার শঙ্খনাদ স্বরে।
আজও তোমার কাছে ঋণী, তোমাকে প্রণমি!

অঙ্গীকার
তমাল সাহা

আমি তো বলেছি
আমরা মা মাটি মানুষের দল
বদলা চাই না চাই বদল।
আমরাই থাকবো শুধু
থাকবেনা অন্য কোনো দল।

আমি তো আমার কথা
পালন করেছি মানুষের তরে।
গরিবের টাকা মেরেছি
থাকে থাকে সাজিয়ে রেখেছি
দলীয় কর্মীর ঘরে।

আমি তো বলেছি আমি সমব্যথী
পৌঁছে দিয়েছি ভাণ্ডার শ্রী ও সাথী।
মধ্যরাতে পুলিশ গিয়েছে পৌঁছে
নিভিয়ে দিয়েছে জীবন বাতি।

আমি তো বলেছি একলা খেলে হবে?
সাম্য এখানে, সবাই কামাই করে খাবে!
আমি তো বলেছি
মিছিল হবে না, হবে না প্রতিবাদ সভা
তৈরি পুলিশের গাড়ি
আমি খুব কঠিন কঠোর,
আমার হাতে অস্ত্র গ্রেপ্তারি।