অবতক খবর,মালদা,০৩জানুয়ারি: অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যানের পুকুরে বিষ দেওয়া কে কেন্দ্র করে প্রকাশ্যে শাসকদলের গোষ্ঠীকোন্দল। তৃণমূলের অঞ্চল সভাপতি এবং পঞ্চায়েত প্রধানের মধ্যে মত-বিরোধ। সংগঠনের পদ এবং পঞ্চায়েতের টিকিট দেওয়া কে কেন্দ্র করে মতবিরোধ। সেই আক্রোশের জেরেই পুকুরে বিষ দেওয়া হয়েছে অভিযোগ এক পক্ষের। অভিযোগ অস্বীকার করে পাল্টা দুর্নীতি নিয়ে কটাক্ষ অন্য পক্ষের। খোঁচা সিপিআইএমের। পঞ্চায়েত ভোটের প্রাক্কালে ফের অস্বস্তিতে শাসকদল। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের অন্তর্গত দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের বেজপুরা এলাকার ঘটনা। ওই এলাকার বাসিন্দা শিবু মহালদার। সদ্য দৌলতপুর অঞ্চলের যুব তৃণমূলের চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন। তার পুকুরে গতকাল সোমবার রাতে কেউ বা কারা বিষ দিয়ে দেয়। যার ফলে পুকুরের সব মাছ মারা যায়। তিনি মৎস্য-চাষী। ক্ষতি হয়েছে প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ টাকার। এই ঘটনাকে কেন্দ্র করেই প্রকাশ্যে এসে পড়েছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব।
নতুন বছর উপলক্ষে দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মোবারক হোসেনের পক্ষ থেকে বনভোজনের ব্যবস্থা করা হয়। সেই বনভোজনে আমন্ত্রিত ছিলেন সদ্য নির্বাচিত যুব তৃণমূলের চেয়ারম্যান শিবু মহলদার। কিন্তু দৌলতপুর অঞ্চল তৃণমূলের সভাপতি লতিফুর রহমান এবং তার অনুগামীদের আমন্ত্রণ করা হয়নি ওই বনভোজনে। এদিকে দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের ১৪৬ নম্বর বুথ এই বছর তফশিলি জাতির জন্য সংরক্ষিত। সেখানেই তৃণমূলের প্রতিকে প্রতিদ্বন্দ্বিতা করবেন শিবু মহালদার এমনটাই ইচ্ছা প্রধান মোবারক হোসেনের। কিন্তু অঞ্চল সভাপতি লতিফুর রহমান সেটা চান না। তিনি চান তার অনুগামী দৌলতপুর অঞ্চলের সোশ্যাল মিডিয়া ইনচার্জ কৃষ্ণা মহালদার কে প্রার্থী করতে। এই নিয়ে মতবিরোধের ফলেই পুকুরে বিষ দেওয়া হয়েছে। এমনটাই মনে করছেন পঞ্চায়েত প্রধান মোবারক হোসেন। তাদের অভিযোগ আক্রোশের জেরেই এই ঘটনা ঘটানো হয়েছে। যদিও অঞ্চল সভাপতি লতিফুর রহমান অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন। তার পাল্টা দাবি তিনি কোন গোষ্ঠীর মধ্যে নেই। অন্য দল থেকে আসা লোকেরা বিভিন্ন দুর্নীতিতে জড়িত। তারা নিজেদের বাঁচাতে এই ধরনের মিথ্যা অভিযোগ করার চেষ্টা করছেন।
অপরদিকে ভোট যতই এগিয়ে আসবে তৃণমূলের নিজেদের মধ্যে কলহ ততই বাড়বে। এটাই তৃণমূলের সংস্কৃতি তীব্র কটাক্ষ সিপিআইএমের। তুঙ্গে রাজনৈতিক তরজা।গোষ্ঠীকোন্দল নিয়ে অস্বস্তিতে তৃণমূল। সমগ্র ঘটনায় মঙ্গলবার লিখিত অভিযোগ দায়ের হরিশ্চন্দ্রপুর থানায়। অভিযোগের ভিত্তিতে তদন্ত হবে জানিয়েছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।
একদিকে দুর্নীতি ইস্যুতে বিরোধীরা প্রতিনিয়ত আক্রমণ করছে রাজ্যের শাসকদলকে। পাল্টা উন্নয়নকে সামনে রেখে ভোট বৈতরণী পার করতে চাইছে তৃণমূল। কিন্তু তার মাঝেই বারবার সামনে এসে পড়ছে এই ধরনের অভ্যন্তরীণ সংঘাত। স্বাভাবিক ভাবে ভোটের আগে যা অস্বস্তি বাড়াচ্ছে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের। এমনটাই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।