অবতক খবর , উৎপল রায়, জলপাইগুড়িঃ ধূপগুড়ি ব্লকের পশ্চিমডাউকিমারী এলাকার আইটিআই প্রথম বর্ষের ছাত্র নিরুপম রায় অটো হ্যান্ড স্যানিটাইজার মেশিন তৈরি করে এলাকায় সাড়া ফেলে দিল। তার প্রোজেক্টের জন্য মেশিনটি তৈরি করেন।
মেশিনের সামনে হাত নিয়ে গেলে অটোমেটিক স্যানিটাইজার বের হবে। এটা বানাতে তাঁর সময় লাগে সাত দিন। খরচ হয়েছে এক হাজার টাকা। অটো স্যানিটাইজার টি বানাতে IR সেনসর ,রিয়েল সার্কিট বোর্ড ১২ ভোল্ট ,১২ ভোল্ট চার্জার , রেসটেন্স, led লাইট ,পাম্প মোটর ,তার ২ মিটার, সুইস ১ টা ,পাইপ ৪ মিটার ,তার পর একটা কাঠের বাক্সে মধ্যে তৈরি করা হয়েছে।
তিনি বলেন এই মেশিনটিতে দরকার পড়লে ব্যাটারির ব্যাকআপ দেওয়া যাবে। । নিরুপমের এই সাফল্য খুব খুশি তার বাবা নরেশ চন্দ্র রায় ও মা আসবালা রায়।।