অবতক খবর,৭ জানুয়ারি: নদীয়ার কল্যানীতে জাহাজ কারখানা দ্রুততার সাথেই চলছে প্রস্তুতি,বিধান চন্দ্র রায়ের স্বপ্নের শহর কল্যানী, সেই কল্যানী শহর ঘিরে তৈরি হয়েছিল শিল্প নগরী ।
একটা সময়ে বিভিন্ন প্রান্তের শ্রমিক কাজে যোগ দিতে আসতো এই শহরে এখন তা ইতিহাস । তবে এখন আবার নদীয়াবাসী সুদিনের অপেক্ষায়।
কলকারখানা ঘিরে আনুসাঙ্গিক বহু ব্যবসায়ী ও অর্থনৈতিক মেল বন্ধন সৃষ্টি হয়। একটা সময়ে কলকারখানার ধোঁয়া ও আলোয় আলোকিত হয়ে থাকতো এই শহর।বিভিন্ন প্রান্তের মানুষের কর্মসুত্রে আনাগোনা গমগম থাকতো।
কিন্তু সেই শিল্প নগরী একের পর এক শিল্প মুখ থুবড়ে পড়ে। বন্ধ হয়ে যায় একের পর এক কারখানা।
সেই কল্যানী মাঝের চরে তৈরি হচ্ছে জাহাজ কারখানা।
এই কারখানার কাজ খুব দ্রুততার সাথেই চলছে,পন্যবাহি জাহাজ নির্মাণ হবে বলেই জানা গেল। পাশাপাশি বেশ কিছু প্রত্যাক্ষ ও পরোক্ষভাবে কর্মসংস্থানের ব্যবস্থা হবে বলে জানান এলাকার বিধায়ক অম্বিকা রায়।তিনি এই ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেন।