অবতক খবর :: শিলিগুড়ি :: জলপাইগুড়িতে ছেলের অত্যাচার সহ্য না করতে পেরে নিজের একমাত্র ছেলেকে খুন করলেন বাবা। জানা গিয়েছে, জলপাইগুড়ির ২৩ নম্বর ওয়ার্ডের অরবিন্দনগরের বাসিন্দা অনিল কুমার দেবনাথ তার একমাত্র ছেলে অনিমেষ দেবনাথের অত্যাচার সহ্য করতে না পেরে গতকাল গভীর রাতে ধারালো অস্ত্র দিয়ে ছেলের গলায় ও পেটে আঘাত করেন । ঘটনাস্থলেই মৃত্যু হয় ছেলের।
পরিবার সূত্রে খবর, দীর্ঘদিন ধরে প্রতিদিন নেশা করে বাড়িতে এসে পরিবারের লোকেদের ওপর অত্যাচার করত অনিমেষ। পাশাপাশি বৃদ্ধ বাবা, তার স্ত্রী ও ছেলেকে মারধর করত বলে অভিযোগ।
প্রতিদিনেরম মত গতকাল রাতেও একই পরিস্থিতি তৈরি হয়। সেইসময় অনিল বাবু তার ছেলেকে বোঝানোর চেষ্টা করেন কিন্তু ছেলে নেশাগ্রস্ত অবস্থায় পরিবারের লোকেদের উপর চড়াও হয়। ছেলের এই অত্যাচার সহ্য করতে না পেরে অনিল বাবু একটি ধারালো অস্ত্র দিয়ে ছেলের পেটে ও গলায় আঘাত করেন । এরপর ঘটনাস্থলেই মৃত্যু হয় অনিমেষের।পুলিশ এসে মৃতদেহ পাঠিয়ে দেয় ময়না তদন্তের জন্য।