অবতক খবর :: শিলিগুড়ি :: ১ জুলাই ::   করোনার থাবায় জর্জরিত গোটা বিশ্ব। বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। সেকারণে এবার মহামারির জন্য বিগ বাজেটের দুর্গোপুজোও হবে ছোট করেই। বুধবার শিলিগুড়ির সেন্ট্রাল কলোনি দুর্গোপুজো কমিটির খুঁটিপুজো সম্পন্ন হয়।

এদিন কর্মকর্তারা জানান, এখানে পুজো ঘিরে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। কিন্তু এবার বাজেট কমিয়ে আনা হয়েছে। ছোট করেই পুজো হবে। মেলা বসবে না। দর্শনার্থীরা যারা আসবেন তাদের কাছে অনুরোধ মাস্ক পড়ে আসবেন।

প্রসঙ্গত করোনার জেরে এবার শিলিগুড়ির অধিকাংশ দুর্গোপুজো কমিটি গুলি ছোট করে পুজো করার সিদ্ধান্ত নিয়েছে। কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে এবারের পূজোতে অনেক কিছুরই পরিবর্তন করা হবে। এবারে সবাইকে দুরে থেকেই ঠাকুর দেখতে হবে। এবং ভীড় নিয়ে যথেষ্ট কঠোরতা পালন করা হবে বলে জানানো হয়েছে।