অবতক খবর,৪ নভেম্বর : গত ৩রা নভেম্বর বৃহস্পতিবার বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে অধীর রঞ্জন চৌধুরী সভা করার পর, এবার পাল্টা ৬ই নভেম্বর সেখানেই কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদ সহ একাধিক দাবিতে সভা করবে তৃণমূল। এই ব্যাপারে সাংবাদিক বৈঠকে অধীর বলেন অবশ্যই তারা সভা করতে পারে, তিনি বলেন তৃণমূলে যখন সভা হবে তখন মঞ্চে বিডিওকে পাবে, এসডিও পাবে, ডিএম কে পাবে, পুলিশ কে পাবে, সর্বশেষ টাকাও পাবে সেলফ হেল্প গ্রুপ। তারা প্রত্যেক অংশগ্রহণকারীকে ৫০০ টাকা করে দেবে ও তাদের বাসের ভাড়া দেবে। তারা সভা করুক না কেন, আমাদের তো সে বিষয়ে কোন কিছু বলার নেই সবাই সভা করতে পারে। অধীর রঞ্জন চৌধুরী বলেন এর থেকে একটা জিনিস প্রমাণ হচ্ছে যে কংগ্রেসের সভা করার পর তাদেরকে এই সভা করতে হচ্ছে। ওদের যে বক্তব্য ছিল যে কংগ্রেস মুছে গেছে, গতকালকে কংগ্রেসের কর্মীদের দেখে তাদেরকে একই জায়গায় আবার জমায়েত করে দেখাতে হচ্ছে। ওরা যেটা বলতো কংগ্রেস মুছে গেছে, কংগ্রেসের কোন কেউ নেই, যদি তাই হতো প্রথমত, তাহলে কংগ্রেসের এই শক্তি দেখে তাদের সভা করতে হতো না। দ্বিতীয়ত, কংগ্রেসের যেদিন সভা সেদিন তাদের যোগদান সভা করে দেখাতে হতো না। অধীর চৌধুরী আরও বলেন, প্রথম কথা কংগ্রেসের গতকাল যে সভা হলো ওরা বলেছিল সন্ধ্যের মধ্যে জানিয়ে দেবে তাদের দলে ব্লকে ব্লকে কতজন যোগদান করল, সেই সংখ্যা এখনো আমাদের কাছে এলোনা, তারমধ্যে আগামী ৬ তারিখ আবার তারা সভা করতে পারে, তাদের সরকার, তাদের প্রশাসন, তাদের পার্টি, তাদেরই গরু চোর, সব পারে তারা। তাদের তো কোন অসুবিধা নেই। আমাদের ক্ষমা করার পর তাদেরকে আমাদের মোকাবিলা করার জন্য সভা করতে হচ্ছে বললেন অধীর রঞ্জন চৌধুরী। এখন তাদের বোঝাতে হবে যে কংগ্রেসের জমায়েত দেখে তোমরা অত বেশি উৎসাহিত হয়ো না ওদের চেয়ে আমাদের বেশি জমায়েত, তা প্রমান করার জন্যই ওদের সভা করতেই হবে। ওইখানে তো প্রশাসনিক স্তরে সবাই থাকবে সরকারি প্রোগ্রাম হবে কোন অসুবিধা নেই বললেন অধীর রঞ্জন চৌধুরী।