অবতক খবর: ক্যাসিনো, হর্স রেসিং-সহ অন্যান্য অনলাইন গেমের ওপর এতদিন ধার্য ছিল ১৮ শতাংশ জিএসটি। এবার তা বাড়ানো হল। ২৮ শতাংশ জিএসটির আওতায় আনা হল অনলাইন গেমিংকে। আগামী অক্টোবর মাস থেকেই কার্যকর করা হবে নতুন কর। বাংলা-সহ একাধিক রাজ্য তাতে সম্মতি জানিয়েছে।
নতুন এই কর আদায়ে মহারাষ্ট্র, গুজরাট, ছত্তিশগড়, বিহারও তাতে সম্মতি জানিয়েছে। অন্যদিকে গোয়া, দিল্লি এবং সিকিম সরকার পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে। এই তালিকায় রয়েছে তামিলনাড়ুও।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানান, অনেক রাজ্য যেহেতু এই সিদ্ধান্তে আপত্তি জানাচ্ছেন সেকারণে এটি কার্যকর করার পর ৬ মাস দেখা হবে। ৬ মাস পরে আবার বিষয়টি নিয়ে পর্যালোচনা হবে। ১ অক্টোবর থেকে ক্যাসিনো, অনলাইন গেমিং, হর্স রেসিংয়ে ২৮ শতাংশ জিএসটি আরোপ করা হবে।
প্রসঙ্গত, গত মে মাসেই মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার নেতৃত্বাধীন মন্ত্রীদের উপদেষ্টা কমিটি একটি বৈঠকে মিলিত হয়। সেখানেই বিভিন্ন রাজ্যের মন্ত্রীরা একমত হন যে অনলাইন গেমের ওপরে ২৮ শতাংশ কর আরোপ করা উচিত। অবশেষে বৃহস্পতিবার এনিয়ে ঘোষণা করল কেন্দ্র।