অবতক খবর,১৮ ফেব্রুয়ারী,ব্যারাকপুর: রাজ্যে ক্রমেই সক্রিয় হচ্ছে প্রতারণা চক্র। এবার ব্যারাকপুর শিল্পাঞ্চলে সামনে এলো অভিনব এক প্রতারনা ঘটনা। অনলাইন পেমেন্ট করার ম্যাসেজ দেখিয়ে ৫৯০০০ হাজার টাকা মূল্যের সোনার গহনা নিয়ে চম্পট দেওয়ার ঘটনা ঘটলো শ্যামনগরে।

সূত্রের খবর অনুযায়ী শ্যামনগর এলাকার স্বর্ণ ব্যবসায়ী রামু পালের দোকানে গত 11ই ফেব্রুয়ারি এক মহিলা 59000 টাকার একটি সোনার জিনিস কেনেন এরপর অনলাইনে মহিলা টাকা দেওয়ার কথা জানান। সেইমত মহিলা অনলাইন পেমেন্ট করলেও স্বর্ণ ব্যবসায়ীর কাছে টাকা না ঢোকায় পরের দিন তিনি ব্যাংকে যোগাযোগ করলে ব্যাংক থেকে জানানো হয় তার একাউন্টে এমন কোন টাকা আসেনি।

এরপর তিনি সেই মহিলার সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান কোন যান্ত্রিক ত্রুটির জন্য হয়তো তার কাছে টাকাটি গিয়ে পৌঁছায়নি। সেই কারণে তিনি টাকাটি নগদে দিয়ে আসবেন। সেই মতো স্বর্ণ ব্যবসায়ী রামু পাল অপেক্ষা করলেও মহিলা আর তার দোকানে আসেননি। এমনকি ফোন করা হলে ফোনটিও বন্ধ রাখা হয়। অবশেষে স্থানীয় ব্যবসায়ী সমিতিকে বিষয়টি জানান প্রতারিত স্বর্ণ ব্যবসায়ী ।