নিজস্ব সংবাদদাতা :: অবতক খবর :: ১লা ডিসেম্বর :: দক্ষিণ দিনাজপুর :: দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌরসভার অন্তর্গত বড়াইল উপজাতি কল্যাণ সংঘ আশ্রম। জানা গেছে ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় অসহায় হতদরিদ্র মানুষদের সেবার ব্রত নিয়ে যাদবপুর থেকে উত্তরবঙ্গে এসেছিলেন সুকুমার রায় চৌধুরী।
সেই সময় ভারত সেবাশ্রম এর সাথে যুক্ত হয়ে স্বামী প্রজ্ঞানন্দ মহারাজের কাছে দীক্ষা গ্রহণ করেন তিনি। ১৯৯৫ সালে অনাথ এবং হতদরিদ্র শিশুদের শিক্ষাদানের জন্য গড়ে তোলেন বড়াইল উপজাতি কল্যাণ সংঘ আশ্রম।বর্তমানে ৮৯ বছরে পা দিয়েছেন সুকুমার বাবু।
বয়সের সাথে সাথে দায়িত্ব বেড়েছে অনেক। আশ্রমের শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে সদা সর্বদা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এই বয়সেও। কিন্তু বর্তমানে আর্থিক সমস্যায় আশ্রমের ব্যয়ভার বহন করতে হিমশিম অবস্থা হচ্ছে তার।
এ বিষয়ে সুকুমার বাবু বলেন “এত বছর ধরে কোন প্রকার সরকারি সাহায্য পাইনি। সরকারি দপ্তরে দপ্তরে ঘুরে ঘুরেও সুরাহা মিলেনি । বিগত বন্যায় আশ্রমের ঘরগুলিও ক্ষতি গ্রস্ত হয়েছে। কোনো সংস্থা যদি সাহায্যের হাত বাড়িয়ে দেয় অনেক দুশ্চিন্তা মুক্ত হতাম।”