অবতাক সংবাদদাতা :- জলঙ্গীতে আবারও সোমবার দুই প্রধানকে সরাল তৃণমূল। সোমবার জলঙ্গীর দুই গ্রাম পঞ্চায়েতে হয়ে গেল অনাস্থার সভা। তৃণমূল কংগ্রেসের টিকিটে জেতা সদস্যরা অপসারণ করলেন দলের টিকিটে জেতা দুই পঞ্চায়েত প্রধানকে। নির্বাচন মিটিতেই গ্রাম পঞ্চায়েত প্রধানদের বিরুদ্ধে দলের হয়ে কাজ না করার অভিযোগ এনেছিলেন জলঙ্গীর বিধায়ক আব্দুর রাজ্জাক। বিধায়কের উদ্যোগেই শুরু হল অনাস্থা। এদিন অনাস্থায় অপসারিত হলেন জলঙ্গী ব্লকের ফরিদপুর গ্রাম পঞ্চায়েত প্রধান মাইনুল ইসলাম ও কাটাবাড়ি গ্রাম পঞ্চায়েত নাদিরা বেগম। সকাল থেকেই দুই পঞ্চায়েত অফিসের বাইরে মোতায়েন থাকে বিশাল পুলিশ। ফরিদপুর গ্রাম পঞ্চায়েতের মোট সদস্য সংখ্যা প্রধান সহ ১৭ জন। তারিই মধ্যে ১৪ জন উপস্থিত হন প্রধানের বিরুদ্ধে। যদি এদিন প্রধান মাইনুল ইসলাম অনুপস্থিত ছিলেন। তৃণমূল সূত্রে খবর শুধু জলঙ্গী নয়; জেলার একাধিক গ্রাম পঞ্চায়েতেই প্রধানদের সরিয়ে দেওয়া হবে। শুরু হয়েছে সেই প্রক্রিয়াও। প্রধান পদ ঘিরে ফের সরগরম জেলার রাজনীতি।