অবতক খবর, রাজীব মুখার্জী, হাওড়া :: অনির্দিষ্টকালের জন্য ফের বন্ধ হল বেলুরমঠ ২৫ শে মার্চ বন্ধ হয়েছিল প্রথমবার প্রায় ৮০ দিন পর খোলা হয়েছিল বেলুরমঠ প্রাঙ্গণ অনেক নিয়ম বিধি মেনে, তারপরে আজ বেলুড় মঠ কর্তৃপক্ষ জানিয়েছেন যে আগামী রোববার থেকে বন্ধ করে দেওয়া হবে বেলুরমঠ প্রাঙ্গণ এবং দর্শন করতে দেওয়া হবেনা দর্শনার্থীদের। কোভিড-১৯ সংক্রমণ যেভাবে বাড়ছে এই রাজ্যে তার জন্য এই সিদ্ধান্ত। এই মন্দির ফের কবে খোলা হবে সেটা বেলুরমঠ কর্তৃপক্ষ পরে জানাবে বলে জানানো হয়।
এই প্রসঙ্গে বেলুরমঠের সাধারণ সম্পাদক স্বামী সুভিরানানন্দ মহারাজ জানান নানাবিধ কারণ বশত আগামী ২ রা অগাস্ট ২০২০ থেকে অনির্দিষ্টকালের জন্য বেলুরমঠ সম্পূর্ণ রূপে বন্ধ থাকবে। ফের কবে খুলবে টা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।
প্রসঙ্গত সম্প্রতি লকডাউনের পরে বেলুড় মঠ চালু করা হলেও কোরোনা ভাইরাসের প্রভাবে বেলুড় মঠেও ভারী সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং সেই মর্মে বিভিন্ন ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল চালু করার সময়। তার মধ্যে ভোগ বিতরণ, প্রসিডেন্ট মহারাজ কে দর্শন এবং বিশেষ করে মন্দিরে আরতির সময় একসঙ্গে বসে আরতি দেখা এসবই সম্পূর্ণরূপে বন্ধ করা হয়েছিল। আগত ভক্তদের জন্য বেলুড় মঠ বিশেষ ব্যবস্থা হিসাবে স্বেচ্ছাসেবকদের একটি বাহিনী তৈরি থেকে শুরু করে সারিবদ্ধ ভাবে ঠাকুরকে প্রনাম এবং দর্শনের সুযোগ করার ব্যবস্থা করা হয়েছিল।
এছাড়াও মন্দিরে পাশে এবং বিভিন্ন জায়গায় যে জায়ান্ট স্ক্রিন আছে সেখানে বসে যাতে ভক্তরা আরতী দেখতে পায় সেটার ব্যবস্থা করা হয়েছিল। এই সিদ্ধান্তের ফলে হতাশ ভক্ত বৃন্দ। বেলুরমঠ ও মন্দিরে আসা অগুনতি ভক্তদের এখন অপেক্ষা করতে হবে আবার কবে খুলবে মঠের দরজা।