অবতক খবর,২০ জুনঃ অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে,এই দাবিকে সামনে রেখে রাস্তায় নেমে আন্দোলন করতে দেখা গেলো বুলেরো পিকআপ মাল বাহক কর্মী ইউনিয়নের সদস্যদের।
প্রতিদিনই সেই গাড়ির ওপর কেস দেওয়া হচ্ছে। জমি বেচে গরু বেচে গাড়ি কেনেছে তাদের ওপর কুড়ি হাজার,ত্রিশ হাজার, পঞ্চাশ হাজার কার কেস দেওয়া হচ্ছে। বলা হচ্ছে সরকার বারোশ কেজি মাল নেওয়ার অনুমতি দিয়েছে কিন্তু আপনারা বেশি মাল নিচ্ছেন। তাই এই কেস দেওয়া হচ্ছে। জিনিস পত্রের অগ্নিমূল্য কে সামনে রেখে প্রতিদিনই তাদের ওপর কিস দেওয়া হচ্ছে তাদের সংসার চালাতে খুবই অসুবিধা হচ্ছে।
এই বিষয় পিকাপমাল বাহক ইউনিয়নের সম্পাদক মোহাম্মদ রমজান মিয়া বলেন, প্রতিদিনই গাড়ির উপর এবং চালকের উপর বিশ হাজার, ত্রিশ হাজার, পঞ্চার হাজার টাকার কেস দেয়া হচ্ছে, বলা হচ্ছে সরকার বারোশো কেজি মাল পরিবহন করবার অনুমতি দিয়েছেন কিন্তু আপনারা তিন টন মাল নিয়েছেন। কিন্তু জিনিসপত্রের অগ্নিমূল্যে আমরা বারোশ কেজি মালের ভাড়া পাচ্ছিনা। আমাদের দাবি তিন টন মাল পরিবহনের অনুমতি দিতে হবে। আমাদের দাবি মানা না হলে আমরা অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।