পশ্চিমবঙ্গের জলবায়ু এখন সম্পূর্ণ পাল্টে গিয়েছে। এখানে বইছে এখন অনুপ্রেরণার বাতাস। অনুপ্রেরণায় ঘটে চলেছে একটির পর একটি ঘটনা। সেই ঘটনাগুলি শুনুন।

অনুপ্রেরণা
তমাল সাহা

এক অনুপ্রেরণায় উড়ালপুল ভাঙে
এক অনুপ্রেরণায় সিংহের বাচ্চা হয়।
এক অনুপ্রেরণায় মেলা মোচ্ছবের জয়
এক অনুপ্রেরণায় চপ মুড়ি শিল্প হয়।
এক অনুপ্রেরণায় কাটমানির বিজয়
এক অনুপ্রেরণায় নেতাজি পায়ের নিচে রয়।

এক অনুপ্রেরণায় জলের ট্যাঙ্ক ভাঙে
এক অনুপ্রেরণায় একই প্রকল্পের দুবার
শিলান্যাস, উদ্বোধন হয়।
অনুপ্রেরণা নিজেই এবার সরব হয়, বলে,
দুবার হলে উন্নয়ন শক্তপোক্ত হয়।

কোন অনুপ্রেরণায় সারদা নারদা হয়?
বলতে রীতিমতো ভয় হয়।
কার অনুপ্রেরণায় পশুর বাচ্চা জন্মায়
লেখা নেই কোনো ডাক্তারি বইয়ের পাতায়।
এসব তুমি দেখতে পাবে বঙ্গোপসাগরীয় উপত্যকায়।

এই পলল সমভূমে যত অবাস্তব মিথ্যাচারণা
ফ্লেক্সের মাথায় দেখো লেখা আছে অনুপ্রেরণা।

এই দেশে অনুপ্রেরণায় মনীষীদের জন্মদিন- মৃত্যুদিন আসে
অনুপ্রেরণা না থাকলে আমরা কি করতাম অবশেষে?

এখন কি মাতৃসদনে বোর্ডে লেখা হবে
অনুপ্রেরণায় মানব শিশুরও জন্ম হয়?
অনুপ্রেরণা শব্দটি উঠে গেলে
আমাদের কী হবে বড় ভয়!

অনুপ্রেরণা শব্দটিকে নিয়ে এতো টানাহেঁচড়া অনুপ্রেরণারও কষ্ট হয়!