অবতক খবর,১৭ মে: সূদূর অন্ধ্রপ্রদেশ থেকে বালুরঘাটে পায়ে হেঁটে ফিরছিলেন কিছু শ্রমিক। খড়্গপুর পৌঁছানোর পর কোনো উপায় না দেখে কিছুটা বাসে ও বাকি পথ পায়ে হেঁটে বালুরঘাটে ফিরতে হচ্ছিল ওই বাইশজন শ্রমিককে। কিন্তু বারাসাত থানার উদ্যোগে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে ফিরল ভিনরাজ্যে কাজের সুবাদে যাওয়া বাইশজন শ্রমিক।
পায়ে হেঁটে বালুরঘাট যাওয়ার সময় শ্রমিকরা বারাসাত থানার পুলিশদের নজরে পড়ে। এরপরই তাদের বারাসাত থানায় নিয়ে ডিম ভাত খাইয়ে বাসে তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়। স্বভাবতই বারাসাত থানার উদ্যোগে বাড়ি ফিরতে পেরে অত্যন্ত খুশি শ্রমিকরা। পুলিশ যে তাদের এতটা সাহায্য করবে তা তারা কল্পনাও করতে পারেনি। সেই কারণে তারা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।